চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পেঁয়াজের অতিরিক্ত মূল্য আদায় করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।
অভিযানে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি ও মূল্য তালিকা না থাকায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চুনারুঘাট থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান, বাজার স্থিতিশীল রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।