স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর কৃষি বিশ্ববিদ্যালয় আইন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এই অনন্য উপহার দিয়েছেন। মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাস হলে সেখানে ৫শ বেডের একটি হাসপাতাল হবে। ফলে হবিগঞ্জের সবার চিকিৎসা সেবা নিশ্চিত হবে। সরকারের কাছ থেকে হবিগঞ্জবাসীর জন্য নিয়ে আসা এই বড় প্রকল্পগুলোর মাধ্যমে বদলে যাবে হবিগঞ্জ। হবিগঞ্জকে একটি মডেল জেলা হিসাবে রুপান্তর করতে চাই। এর জন্য প্রবাসীদেরও আন্তরিকতা চাই। বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসীরা নিজের এলাকার জন্য যে মমতা ও আন্তরিকতা প্রকাশ করছেন তা অনন্য। অনেক প্রবাসী আমাকে বলেছেন তারা ১০ ঘন্টা কাজ করেন নিজের জন্য এবং অতিরিক্ত ২ ঘন্টা কাজ করেন দেশের দরিদ্র লোকজনকে সহায়তা করার জন্য।
গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামে আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক এর উদ্যোগে ত্রাণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। ভাদৈ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি রোটারিয়ান এম এ রাজ্জাক এর সভাপতিত্বে ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান এবং শাহ জয়নাল আবেদীন রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল। বক্তৃতা করেন হবিগঞ্জের জিপি-ভিপি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, কবির কলিজিয়েট একাডেমীর অধ্যক্ষ জালাল উদ্দিন শাওন, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা কলি, অ্যাডভোকেট আব্দুর রহিম, আব্দুল মতিন মাস্টার, অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তৃতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল বলেন, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সদস্যরা প্রবাসে থাকলেও তারা সব সময় হবিগঞ্জকে নিয়ে ভাবেন। ত্রাণ বিতরণ ও বৃত্তি প্রদানের মাধ্যমে তারা সবার জন্য নতুন উদাহরণ সৃষ্টি করেছেন।
অনুষ্ঠানের শুরুতেই হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংসদে বিল পাস হওয়ায় এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ৩৪০জনকে নগদ ৮শ টাকা এবং স্বাস্থ্য সামগ্রী হিসাবে ২টি করে মাস্ক প্রদান করা হয়। এর বাহিরে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করার জন্য প্রধান অতিথির নিকট ৫হাজার মাস্ক হস্তান্তর করা হয়।
যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সভাপতি অধ্যাপক আব্দুর রহমান ও সাধারন সম্পাদক আবুল কালাম জানান, ত্রাণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে নিউইয়র্কে আমীর আলীকে আহবায়ক, মাহমুদুল হাসানকে যুগ্ম আহবায়ক, মোস্তফা কামালকে সদস্য সচিব, আব্দুর রহিমকে যুগ্ম-সদস্য সচিব করে উপ-কমিটি গঠন করা হয়। কমিটিতে কাজল চন্দ্র বণিককে প্রধান সমন্বয়কারী এবং অনিমেষ রায়কে সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয়। এই উপ-কমিটি এবং সমিতির নেতৃবৃন্দ আন্তরিকভাবে কাজ করে সকলের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে আরও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।