স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়, পেয়াজের সঠিক মূল্য না থাকা ও মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজন হওয়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এই জরিমানা করেন। অভিযানে তিনি পেয়াজ ও চালের বাজারের মূল্য যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখতে ব্যবসায়ীদেরকে নির্দেশনা দিয়েছেন।
দেবানন্দ সিনহা জানান, অভিযানের সময় দাউদনগর বাজার রোডে সারের মূল্য না থাকায় অনিক ট্রেডার্সকে ৩ হাজার, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অভিযোগে কৃষি ট্রেডার্সকে ৭ হাজার ও প্যাকেটের ওজন বেশি থাকায় মহাদেব মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার এবং স্টেশন রোডের বিমল পাল স্টোরে পেঁয়াজের সঠিক মূল্য না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।