হাঁসে হাসি অমর চাঁনের

শেষ পাতা

জুয়েল চৌধুরী, বানিয়াচং থেকে ফিরে ॥ বানিয়াচং উপজেলার হাওরাঞ্চলের ভাটিপাড়া গ্রামের অমর চাঁন দাশ নামের এক কৃষক হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং থেকে আসার পথে রতনা ব্রীজের ২ কিলোমিটার দুরে ভাটিপাড়া রাস্তায় এ প্রতিনিধির সাথে অমর চাঁনের সাথে দেখা হয়। এ সময় তিনি জানান, মাত্র কয়েক বছর আগেও মানুষের বাড়িতে কাজকর্ম করে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করতেন। একদিন তিনি হাঁসের খামার গড়ার স্বপ্ন দেখেন। কিছু জায়গা বন্ধক রেখে টাকা নিয়ে মাত্র ২০টি হাঁস দিয়ে তৈরি করেন। এখন তার খামারে ২ হাজার হাঁস রয়েছে। প্রতিদিন ৫শ থেকে ৬শ ডিম বিক্রি করে তার সংসার এবং হাঁসের খামারের খরচ চলে। এখন তিনি কয়েক বিঘা জায়গার মালিক। সংসারে তার অভাব অনটন আর নেই। তার হাঁসের ডিম পাইকাররা ক্রয় করে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। অমর চাঁন ওই গ্রামের জয়গবিন্দ দাশের পুত্র। তিনি ভবিষ্যতে আরও বড় খামারী হবার স্বপ্ন দেখছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *