হবিগঞ্জ জেলা হতে যাচ্ছে পর্যটনের সেরা আকর্ষণ

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাকৃতিকভাবেই অনেক দর্শনীয় স্থান গড়ে উঠেছে। এখানকার ভূ-বৈচিত্র সারাদেশে অন্যতম। এ জেলার পর্যটন বিকাশে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। চুনারুঘাটের পানছড়িতে ইকো রিপোর্ট তৈরী হবে। ঐতিহ্যবাহী স্থানগুলোকেও পর্যটক বান্ধব করার কর্মসূচি আছে। তাই পর্যটকদের সেরা আকর্ষণ হবে হবিগঞ্জ।
‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ শ্লোগান নিয়ে হবিগঞ্জে পালন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তওহিদ আহমেদ সজল ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম। আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন ব্যানার্জি, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
অনুষ্ঠানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পুরস্কারের পাশাপাশি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে জেলা প্রশাসনের গাড়ি দিয়ে সাতছড়ি জাতীয় উদ্যাণ ভ্রমনের ব্যবস্থার ঘোষণা দেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *