বাহার উদ্দিন, লাখাই থেকে ॥ লাখাইয়ে বলভদ্র ব্রীজ এলাকা থেকে মোড়াকরি বাজারের ভেতর দিয়ে যাওয়া সুবিদপুর-লক্ষ্মীপুর রাস্তার স্থানে স্থানে ক্ষতিগ্রস্ত হয়ে বেহাল দশার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনগণ। এ রাস্তাটি শিগগির সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, তিন কিলোমিটার দীর্ঘ রাস্তাটির বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে। ভেঙ্গে গেছে বিভিন্ন স্থানে। আর বাজার অংশ সরু হওয়ায় যান চলাচলেও ভোগান্তি বেড়ে যাচ্ছে দিন দিন। কিন্তু জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন উদ্যোগ নিচ্ছে না।
মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল দৈনিক খোয়াইকে জানিয়েছেন, সুবিদপুর-লক্ষ্মীপুর রাস্তার বাজার অংশ সরু হওয়ায় যানজট লেগে থেকে যান চলাচলে ভোগান্তি হয়। এছাড়া স্থানে স্থানে ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলে ঝুঁকিও দেখা দিয়েছে।
তিনি আরো জানান, এ রাস্তাটির এক কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হবিগঞ্জের অধীনে। আর বাকী দুই কিলোমিটার পড়েছে নাসিরনগরের আওতায়। দুর্ভোগ লাঘবের স্বার্থে শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।