স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় তিনদিন ব্যাপি পানির বিল ও কর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান।
পৌরসভা জানিয়েছে, তিন দিনব্যাপী মেলার প্রথম দিনেই ১৪ লাখ ৭৫ হাজার টাকা পৌরকর এবং ৭১ হাজার ৭১৭ টাকা পানির বিল আদায় হয়েছে। এ মেলায় নির্ধারিত ব্যাংক বুথের মাধ্যমে বুধবার পর্যন্ত পৌর কর ও পানির বিল আদায় করা হবে। করদাতাদের এ মেলায় রিবেটের সুযোগ ও সনদ দেয়া হচ্ছে।
মেলার উদ্বোধনীতে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর গৌতম কুমার রায়। আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, দীলিপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, পিয়ারা বেগম, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ ও নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম।