মোঃ মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ জেলায় আরো ৬ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ৭৫১ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫ ও সুস্থ হয়েছেন ১৩২৫ জন। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর ৩; চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলায় ১ জন করে।
জানা যায়, জেলায় করোনা পরীক্ষার প্রতি দিন দিন আগ্রহ হারাচ্ছেন লোকজন। জ্বর, সর্দি ও কাশিসহ করোনা উপসর্গ দেখা দিলেও অনেকেই পরীক্ষা করাতে ইচ্ছুক নন। তাই পরীক্ষা কমায় রোগীর সংখ্যাও কমে গেছে। হাট বাজারে শতকরা ১০ জন মাস্ক ব্যবহার করছেন। বাকীরা মাস্ক ছাড়াই হাট বাজারে প্রবেশ করে নিজ নিজ কার্যক্রম পরিচালনা করছেন। এমন চিত্র এখন জেলাজুড়ে বিরাজ করছে।
বর্তমান পরিস্থিতিতে ৯০ ভাগ লোক স্বাস্থ্যবিধি মানছেন না। হোটেল রেস্তোরায় দেদারছে চললে খাওয়া দাওয়া। ফুটপাতের দোকানপাট চালু আছে। পান সিগারেট খাওয়া চলছে প্রকাশ্যে। হাঁটা চলা চলছে স্বাভাবিকভাবেই। অনেকেই বলছেন এ রোগ সবার জন্য আসেনি। যারা পাপ করবে তারাই এ রোগে আক্রান্ত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাস্ক না পড়লে জরিমানা করা হবে। এ ব্যাপারে প্রশাসন সজাগ আছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে তিনি সবার প্রতি আহবান জানিয়েছেন।