স্টাফ রিপোর্টার ॥ ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে উৎপাদশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন ব্যানার্জি, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা প্রমুখ।
বক্তাগন বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। সহজ শর্তে ছোট শিল্প কারখানাকে ঋণ প্রদানের মাধ্যমে উৎসাহিত করতে হবে। সবাইকে টেকসই বিনিয়োগ করতে হবে। জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের গতিকে তরান্বিত করতে এর বিকল্প নেই।