জুয়েল চৌধুরী ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মেরাসানি গ্রামে জেসমিন আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় জেসমিন তার বাড়ির পাশের সড়কে ছটফট করতে থাকলে তাকে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেছেন।
জেসমিনকে কেউ খুন করেছে, নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে; এ বিষয়টি এখনও নিশ্চিত হয়নি পুলিশ। তবে মৃতের মা সাংবাদিকদের নিকট দাবি করেছেন, তার মেয়েকে খুন করা হয়েছে। জেসমিন মেরাসানি গ্রামের মৃত নূর হোসেনের কন্যা ও মনতলা মহিলা কওমি মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টায় জেসমিন বাড়ির পাশের সড়কে ছটফট করছিল। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকালই হবিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) আবু নাঈম মরদেহের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।
তবে মৃতের মা আয়েশা আক্তার জানিয়েছেন, জেসমিনকে গত শুক্রবার বিকেলে তার দুই সহপাঠী পাশের গ্রামে বেড়ানোর কথা বলে নিয়ে যায়। এরপরেই গতকাল তাকে আহত অবস্থায় পাওয়া গেছে।
এ বিষয়ে এসআই আবু নাঈম জানান, কিভাবে মারা গেছে নিশ্চিত হওয়া যায়নি। তবে মেয়েটির গায়ে কোন রক্তাক্ত জখম নেই। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শামীম আরা জানান, ময়না তদন্ত করা হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।