জেলা পরিষদের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

শেষ পাতা

মোঃ মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে পুরোদমে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। গতকাল সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামের কাছ তারা প্রতীক বরাদ্দ পান।
আব্দুল্লাহ সরদার (হাতি), জালাল উদ্দিন রুমী (তালা), আব্দুল ওয়াহেদ (টিউবওয়েল) ও আব্দুল মালেক মাদানী (সিএনজি) প্রতীক পেয়েছেন।
রাতে এসব তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ২৪ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও ৪ অক্টোবর প্রত্যাহার ছিল এবং ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রার্থী আব্দুল মুকিত প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
এ নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর, ব্রাহ্মণডুরা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ, শায়েস্তাগঞ্জ পৌরসভা, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের তিন চেয়ারম্যানসহ মোট ৮১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রসঙ্গত, এ ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল পদত্যাগ করে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এ পদটি শূন্য হয়। তাই নিয়মানুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *