হবিগঞ্জে লাউ চুরির অভিযোগে দুইজন কারাগারে

প্রথম পাতা

জুয়েল চৌধুরী ॥ ৩৮টি লাউ চুরির অভিযোগে এক ব্যক্তি হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। তবে, লাউগুলো ফিরে পেতে আদালতে যেতে হবে বাদীকে।
গতকাল মঙ্গলবার গ্রেফতার দুইজনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরা হলেন, বাহুবল উপজেলার করিমপুর গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে আব্দুস সালাম (৩০) ও একই উপজেলার উত্তরপুর গ্রামের মাওলানা আব্দুল্লাহর ছেলে ওমর ফারুক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার সুঘর গ্রামের বাসিন্দা দিদারুল আলমের জমি থেকে লাউ কেটে অটোরিক্সাতে তুলছিলেন আব্দুস সালাম ও ফারুক। তখন স্থানীয় লোকজন দুইজনকেই আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৩৮টি লাউ জব্দ করে এবং আটক দুইজনকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মঙ্গলবার দিদারুল বাদী হয়ে মামলা করলে পুলিশ আটক দু’জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম দৈনিক খোয়াইকে জানান, ঘটনাস্থল থেকে জব্দ করা ৩৮টি লাউ থানায় আছে এবং আসামীদেরকে কারাগারে পাঠানো হয়েছে। লাউগুলো ফিরে পেতে বাদী আজ বুধবার আদালতে আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *