স্টাফ রিপোর্টার ॥ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল দালালমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুই দালালের কারাদন্ড হয়েছে। গ্রেফতার হয়েছে কয়েক দালাল। বাকী দালালদের পাকড়াও করতে অভিযান অব্যাহত আছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নিজে অভিযানে উপস্থিত হয়ে দালালমুক্ত কার্যক্রম পরিচালনা করছেন। তাই দিনের বেলায় দালালী কার্যক্রম সাময়িক বন্ধ আছে।
কিন্তু এখন কিছু দালাল রাতে হাসপাতালে প্রবেশ করে কার্যক্রম পরিচালনা করছে। এতে রোগীরা নানাভাবে হয়রানীর শিকার হচ্ছেন।
আলাপকালে অনেকে মতপ্রকাশ করে বলেন, হাসপাতাল এলাকায় সিসি ক্যামেরার সংখ্যা বাড়াতে হবে। এসব ক্যামেরা পরীক্ষা করলে সকল দালালদের ধরা সহজ হবে।
অনেকে আবার মতপ্রকাশ করে বলছেন, হাসপাতালের গেইটে চিহ্নিত দালালদের ছবি প্রকাশ করার জন্য। তাহলে রোগীরা তাদের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকতে পারবেন।
একটি সূত্র জানায়, করোনায় স্বাস্থ্যবিধি কাজে লাগিয়ে দালালরা মুখে মাস্ক পড়ে সন্ধ্যার পর থেকে সুবিধাজনক সময়ে হাসপাতালে প্রবেশ করে দালালী কার্যক্রম পরিচালনা করছে।
অনুসন্ধান চালিয়ে জানা গেছে, দিনে প্রশাসনের কড়াকড়ি অভিযান থাকায় দালালরা রাতের সময়টা বেছে নিয়েছে। এ অবস্থায় দিবারাত্রী অভিযানের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।