স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জকে বেকারমুক্ত জেলা গঠনের লক্ষ্যে দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফিউচার অব ওয়ার্ক ল্যাব, এটুআই প্রোগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় ১৩টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, ১২টি সরকারি-বেসরকারি দক্ষতামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ১৫ জন শিক্ষিত বেকার যুবক উপস্থিত ছিলেন।
কর্মশালায় শিল্প প্রতিষ্ঠানের চাহিদা ও দক্ষতামূলক প্রতিষ্ঠানে প্রদত্ত প্রশিক্ষণের যে দূরত্ব রয়েছে তা ফুটে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে সংযুক্ত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। https://escortstars.ch