লাখাই উপজেলায় ৩ সরকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবীবকে লাঞ্ছিত করার ঘটনায় তিন উপ-সহকারী কৃষি অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক শ্রীনিবাস দেবনাথের ১৩ অক্টোবর স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সাময়িক বরখাস্তরা হলেন উপ-সহকারী কৃষি অফিসার অলক কুমার চন্দ, তোফায়েল আহম্মেদ ও রনি দেব।
এর আগে গত বুধবার ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক শ্রীনিবাস দেবনাথ।
তদন্তকারী কর্মকর্তারা ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মো. জালাল উদ্দিন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোস্তফা ইকবাল আজাদ। তাদেরকে বিষয়টি তদন্ত করে ১২ অক্টোবরের মধ্যে প্রশাসন ও উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকার কাছে রিপোর্ট পাঠানোর জন্য বলা হয়। তারা তদন্ত করে ১১ অক্টোবর তদন্ত রিপোর্ট জমা দেন। এ প্রেক্ষিতে এ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত ৬ অক্টোবর হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কাছে লিখিতভাবে অভিযোগ করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবীব।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ অক্টোবর উপ-সহকারী কৃষি অফিসার অলক কুমার চন্দ, তোফায়েল আহম্মেদ ও রনি দেব মিলে তাকে হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসের ভিতরে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তাই তিনি তাদের শাস্তি দাবি করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *