মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার।
বক্তব্য রাখেন নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ আম্বিয়া খাতুন, হপবিস এজিএম (এডমিন) লিটন তালুকদার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হেলাল উদ্দিন খান, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, ইসলামী ফাউন্ডেশনের আব্দুর নূর, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দেব, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি শংকর রায় প্রমুখ।
প্রধান অতিথি চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ করে কেউ ছাড় পাচ্ছে না। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।
তিনি আরও বলেন, শায়েস্তাগঞ্জ ছোট উপজেলা। এখানে ১৮টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। পুজা উপলক্ষে সরকার বরাদ্দ দিয়েছে। এ বরাদ্দ দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ মিনহাজুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পূজা পালন করা হবে। পূজা মন্ডপের নিরাপত্তায় প্রশাসন কাজ করে যাবে। শান্তিপূর্ণভাবে পূজা পালনে সরকারের নির্দেশনা রয়েছে। এখানে কোন প্রকারের অবহেলা করা যাবে না।