শরীফ স্টোরের মসলা মিলে অপরিচ্ছন্ন উৎপাদনে জরিমানা

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় অবস্থিত শরীফ স্টোরের মসলা মিলে অপরিচ্ছন্ন পরিবেশে মসলা উৎপাদনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা গতকাল সোমবার এই জরিমানা করেন।
একই দিন কামার পট্টি এলাকায় দুধে পানি মিশিয়ে বিক্রি করায় দু’জনকে ১ হাজার, পেঁয়াজের মূল্য বেশি রাখায় চৌধুরীবাজার এলাকার শাপলা স্টোরকে ৩ হাজার ও মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় টাউন মসজিদ এলাকার সাহাদাত স্টোর ও সাহাদাত টেলিকমকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করেন তিনি।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক দৈনিক খোয়াইকে এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে তাকে সহযোগিতা করেন হবিগঞ্জ পৌরসভার সেনিটারী ইন্সপেক্টরসহ একদল পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *