স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পরিত্যক্ত বাল্লা রেল স্টেশন থেকে মাদক বহনের অভিযোগে আব্দুর রউফ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় তাকে চুনারুঘাট থানায় হস্তান্থর করা হয়।
এ ব্যাপারে দায়ের করা মামলায় বিজিবি উল্লেখ করেছে আব্দুর রউফের কাছে ৯শ’৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তবে আটক যুবককে নির্দোষ দাবি করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। বিক্ষোভকারীদের দাবি- তিনি মাদকের সাথে জড়িত না। বিজিবি তাকে ধরে অনৈতিকভাবে নির্যাতন করেছে।
বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে ৯শ’৫০ গ্রাম গাঁজাসহ আব্দুর রউফকে আটক করা হয়েছে। এর আগে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাছের সাথে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হন। পরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, রউফ বিজিবি’র হাতে আটক হয়েছেন খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা বলেন, রউফ মাদকের সাথে জড়িত না। প্রয়োজনীয় কাজে রাতে বাড়ি থেকে বের হলে বিজিবি তাকে ধরে নির্যাতন করেছে। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি দৈনিক খোয়াইকে বলেন, আটক যুবক মাদকের সাথে জড়িত কি না আমার জানা নেই। তবে গত রাতে তিনি মাদক সেবন করেছিলেন। তখন বিজিবি তাকে ধাওয়া করলে তিনি পালানোর চেষ্টা করেন। তখন বিজিবি’র সদস্যরা তাকে মারপিট করেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ দৈনিক খোয়াইকে জানিয়েছেন, আটক যুবককে চিকিৎসা করিয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছে বিজিবি। তাকে নির্দোষ দাবি করে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করলে আমরা গিয়ে শান্ত করি।
এ ব্যাপারে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী দৈনিক খোয়াইকে বলেন, সীমান্তের আট কিলোমিটারের বাইরে কাউকে আটকের এখতিয়ার বিজিবি’র নেই। সেজন্য মাদক ব্যবসায়ীরা আট কিলোমিটারের অভ্যন্তরে আসে না। সেখানে কিছু লোককে মাদক বহনকারী হিসেবে ব্যবহার করে। আটক আব্দুর রউফও একজন মাদক বহনকারী।
এলাকাবাসীর প্রতিবাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় কিছু লোক এলাকায় জড়ো হলে বিজিবি’র কর্মকর্তা গিয়ে তাদের সাথে কথা বলেন।