খোয়াই ও কুশিয়ারায় পানি বাড়ছে বিপজ্জনকভাবে ॥ বন্যার শঙ্কা

Uncategorized প্রথম পাতা

প্রধান প্রতিবেদক ॥ ভারতের ত্রিপুরা রাজ্য ও দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের ফলে হবিগঞ্জে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে।
গতকাল শনিবার সারাদিনে খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে ৮৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়; এদিন কুশিয়ারা নদীর মার্কুলী পয়েন্টে পানি বেড়েছে ৮০ সেন্টিমিটার। জেলার প্রধান দুটি নদীতে যে হারে পানি বেড়েছে তা অব্যাহত থাকলে দ্রুততম সময়ে বন্যার শঙ্কা করছে সরকারের পানি উন্নয়ন বোর্ড।
গতকাল রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমার মাত্র ৪ সেন্টিমিটার নীচে ছিল; এ সময় নদীটির হবিগঞ্জ শহর অংশে পানি ছিল বিপদসীমার ৩০৫ সেন্টিমিটার অর্থাৎ ৩ মিটার নিচে।
একই সময়ে কুশিয়ারা নদীর মার্কুলী পয়েন্টে পানির অবস্থান মাপা হয়েছে বিপদসীমার ১৯৫ সেন্টিমিটার নীচে। তবে নদীর শেরপুর অংশে পানির পরিমাণ আরও বেশি ছিল।
এদিকে, প্রধান দুই নদীতে পানি বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে হাওরাঞ্চলের পানিও বাড়ছে। এ জন্য হাওরাঞ্চলের লোকজনের কপালে এখন চিন্তার ভাজ।
আজমিরীগঞ্জ উপজেলার কৃষক ওয়ারিশ মিয়া বলেন, “নদীর পানি দুইদিনে প্রচুর বেড়েছে। আর কয়েকদিন এভাবে পানি বাড়তে থাকলে বন্যার হওয়ার আশঙ্কা আছে।”
রাতে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন খোয়াইকে বলেন, “ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণ হওয়ার কারণে খোয়াই নদীতে পানি বাড়ছে। পানি বৃদ্ধির পরিমাণ আশঙ্কাজনক। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।”
পানি উন্নয়ন বোর্ডের আরেকটি সূত্র জানিয়েছে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উজানে খোয়াই নদীর ভারত অংশে ব্যারেজ খুলে দেওয়ার ফলে পানির বৃদ্ধির মাত্রা বেড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *