স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে সরকারি অনুদান দেওয়ার নামে একটি প্রতারক চক্র লোকজনের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নম্বরে এমন একটি বার্তা আসার পর তিনি এ বিষয়ে সতর্ক থাকতে বলেন।
গতকাল সোমবার সন্ধ্যায় ওসির ব্যক্তিগত মোবাইল নম্বরে বার্তাটি আসে। ওই প্রতারককে সনাক্ত করার চেষ্টা শুরু করেছেন তিনি।
ওসি খোয়াইকে বলেন, “একটি টেলিটক নম্বর থেকে পাঠানো ম্যাসেজে আমাকে বলা হয়েছে, আপনাকে আড়াই হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হবে। টাকা পেতে নীচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন। পরে যোগাযোগ করে বুঝতে পেরেছি এটি প্রতারক চক্র।”
তিনি আরও বলেন, “একটি চক্র আরও লোকজনের সঙ্গে এমন প্রতারণার চেষ্টা করছে। চক্রটিকে সনাক্ত করে আইনের আওৃতায় আনার চেষ্টা শুরু করেছে পুলিশ।”