স্টাফ রিপোর্টার ॥ বাণিজ্যিকভাবে প্রস্তুত করা শিশুখাদ্যকে মাতৃদুগ্ধের উত্তম বিকল্প হিসেবে মানুষকে ধারণা দেওয়া বা এরকম বিশ্বাস জন্মানোর জন্য বিজ্ঞাপন প্রচার করা দ-নীয় অপরাধ। আর্থিক প্রলোভন কিংবা উৎকোচ গ্রহণের মাধ্যমে কোন স্বাস্থ্যকর্মীও যদি এমনটি করেন তাও এ অপরাধের আওতায় পড়বে।
গতকাল সোমবার সকালে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সভাকক্ষে মায়ের দুধের উপকারিতা ও গুড়ো দুধের অপকারিতা বিষয়ক কর্মশালায় বক্তারা একথা বলেন।
কর্মশালায় হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লাহ শিকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আমিনুল হক সরকার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মীর সাজেদুর রহমান, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডশনের উপ পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মোঃ আসাদুল হক, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ প্রমুখ।