মাধবপুর প্রতিনিধি ॥ জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে আন্দোলনে নেমেছেন মাধবপুর উপজেলার সাংবাদিকরা।
গতকাল মঙ্গলবার মানববন্ধনের আয়োজন করে মাধবপুর প্রেসক্লাব। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নিয়েছেন।
এর আগে প্রেসক্লাব সভাপতি মোহা. অলিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তারা বলেন, নাদিম হত্যাসহ সারাদেশে সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলেকে গ্রেপ্তারসহ দ্রুততম সময়ের মধ্যে তাদের ফাঁসির আদেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আন্দোলনে অংশ নেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, ইত্তেফাকের প্রতিনিধি শংকর পাল সুমন, সমকালের প্রতিনিধি আইয়ূব খাঁন, যায়যায়দিনের প্রতিনিধি আলাউদ্দিন আল রনি, দৈনিক হবিগঞ্জের আয়নার কায়সার আহমেদ, দৈনিক বাংলার প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ, ইনকিলাব প্রতিনিধি কেএম শামসুল হক, এনটিভির সংবাদদাতা জামাল মোঃ আবু নাছের, মাইটিভি’র রাজিব দেব রায় রাজু, আমার সংবাদের আলমগীর কবির, ঢাকা প্রতিদিনের একরামুল আলম লেবু, সাপ্তাহিক হবিগঞ্জের খবরের প্রতিনিধি বিল্লাল হোসেন খাঁন, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির প্রতিনিধি বিপ্লব আচার্য্য সুজন প্রমুখ।