স্টাফ রিপোর্টার ॥ দখলমুক্ত ও আগাছা পরিস্কারের মাধ্যমে হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীকে পরিচ্ছন্ন পরিস্থিতিতে ফিরিয়ে আনার তাগিদ দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন।
গতকাল মঙ্গলবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুতাং ও শৈলজুড়া নদী দূষণ ও দখল রোধে আয়োজিত পর্যালোচনা এবং মতবিনিময় সভায় এই তাগিদ দেওয়া হয়।
সভায় আলোচকরা সুতাং নদী দূষণ রোধকল্পে জেলা প্রশাসনের উদ্যোগে শৈলজুড়া খাল খনন কার্যক্রমের প্রশংসা করেন। এছাড়া নদী কমিশনের পক্ষ থেকে শিল্প প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে সুতাং নদী খননের জন্য।
এছাড়া পুরাতন খোয়াই নদীর কথা উঠলে বক্তারা নদীটির একটি অংশে ওয়াকওয়ে নির্মাণের প্রশংসা করেন। পাশাপাশি দখলমুক্ত ও আগাছা পরিস্কারের মাধ্যমে নদীটিকে পরিচ্ছন্ন পরিস্থিতিতে ফিরিয়ে আনার দাগিদ এবং পুরোটাজুড়ে ওয়াকওয়ে করারও তাগিদ দেওয়া হয়েছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চিফ হাইড্রোলজিস্ট মোঃ আখতারুজ্জামান তালুকদার, পরিচালক ড. খ.ম কবিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আক্তারুজ্জামান টুকু প্রমুখ।