প্রশাসনের মনিটরিংয়ে থাকবে বাহুবলের গরুর বাজার

শেষ পাতা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলায় কুরবানীর গরুর বাজারগুলো মনিটরিংয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দোকানগুলোতে মূল্য তালিকা টানানোর ক্ষেত্রে নজরদারী বাড়ানোসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা।
বক্তব্য রেখেছেন, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, মুদ্দত আলী, আব্দুর রেজ্জাক, আকম. উস্তার মিয়া তালুকদার, শামীম আহমেদ, কামরুজ্জামান বশির, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডাঃ জাহেদ খান, মাওলানা তাজুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোর্শিদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রিংকু দাস প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *