স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ৩৫টি মাছ ধরার রিং চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
গতকাল দুপুরে উপজেলা মৎস বিভাগের উদ্যোগে এক অভিযানে সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের নেতৃত্বে এগুলো জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ জানান, দেশীয় পোনা মাছ সংরক্ষণের লক্ষ্যে উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও হাওরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ৩৫টি রিং চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
জব্দ করা দেড় লক্ষাধিক টাকার এ জাল উপজেলা পরিষদ চত্ত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।