স্টাফ রিপোর্টার ॥ হাওরাঞ্চলে দেশীয় প্রজাতির মাছ উৎপাদন ও পোনামাছ সংরক্ষণের লক্ষ্যে মাধবপুর উপজেলার হাওরে অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল দুপুরে উপজেলা মৎস্য বিভাগের এ অভিযানে ৩১টি নিষিদ্ধ রিং চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাহাত বিন কুতুব এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
মাধবপুর উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আবু আসাদ মোঃ ফরিদুর হক জানান, দেশীয় পোনামাছ সংরক্ষণের লক্ষ্যে উপজেলার বোয়ালিয়া খালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ হাজার ৫০০ মিটার রিং চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দ করা জালের মূল্য ৬০ হাজার টাকা। এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাধবপুর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেছে।