রেলওয়ে কর্মচারিদের হামলায় আহত সাংবাদিকের অবস্থার অবনতি

ভিতরের পাতা

দৈনিক মানবজমিন পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি শাহ মোস্তফা কামালের ওপর কালনী ট্রেনের অপারেটর কর্মচারিদের হামলা ও হত্যার চেষ্টার প্রতিবাদে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আঃ স ম আফজল আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল হাসান রতনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকত, সমুজ আলী আহমদ, অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, হারুন সাঁই, কামরুজ্জামান আল রিয়াদ, সহ সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, সমীরণ চক্রবর্তী শঙ্কু, আব্দুল হক রেনু, এম শামীম চৌধুরী, এস এইচ টিটু প্রমুখ।
সাংবাদিকবৃন্দ শাহ মোস্তফা কামাল এর উপরে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান। সাংবাদিক কামালের স্বাস্থ্যের অবনতির জন্য তাকে সিলেট প্রেরণ করা হয়েছে জানিয়ে তাঁর সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, শনিবার সকাল ৯টায় সিলেট থেকে ঢাকাগামী কালনী ট্রেনের পাওয়ার কারের বগিতে টিকেট ছাড়া অবৈধভাবে যাত্রী উঠানো হচ্ছিল। এসময় মোস্তফা কামাল ছবি তুলতে গেলে পাওয়ার কারের ইলেক্ট্রিক খালাসী মোক্তার হোসেনসহ কয়েকজন তার উপর হামলা চালায়। তিনি আত্মরক্ষার্থে স্টেশন মাষ্টার মুয়াজ্জুল হকের কক্ষে আশ্রয় নেন। হামলাকারীরা সেখানে গিয়ে তাকে টেনে হেঁচড়ে ট্রেনে তুলে বেধড়ক মারপিট করে ও চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট প্রেরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *