নকল বিড়ি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় অর্থদন্ড

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং বিক্রির অপরাধে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা।
অভিযানে উপজেলার ইকরাম ও দক্ষিণ সাঙ্গর বাজারে নকল বিড়ি বিক্রির অপরাধে মহামায়া স্টোরকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে মোল্লা স্টোরকে চার হাজার, সাহাবুদ্দিন স্টোরকে তিন হাজার, আলী স্টোরকে তিন হাজার ও মায়ের দোয়া স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগীতা প্রদান করে।
সহকারি পরিচালক দেবানন্দ সিনহা গতকাল রাতে খোয়াইকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *