স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় চোর চক্রের ‘গডফাদার’ তালেব আলী ওরফে ল্যাংড়া তালেবকে (৪৮) আটক করেছে র্যাব। গত সোমবার দিবাগত রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে র্যাবের-৭ পক্ষ থেকে জানানো হয়।
তালেব আলী শায়েস্তাগঞ্জ শহরের পুরান বাজার এলাকার শহীদ মিয়ার ছেলে।
র্যাব জানায়, তালেব আলীর নামে অস্ত্র আইনের ৭টি মামলাসহ অন্তত ১৮টি মামলা রয়েছে। এসব মামলা নিয়ে তিনি পলাতক ছিলেন। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, তালেব আলীর বাবা তালা খোলার কারিগর ছিলেন। অবশ্য তিনি অত্যন্ত ভাল মানুষ। তালেব আলী তার বাবা নিকট থেকে তালা খোলার বিষয়ে ধারণা পায়। এরপর তালা খোলায় এতটা দক্ষ হয়ে যায়; তাকে নিয়ে এলাকায় একটি কথা প্রচলিত রয়েছে যে, তালেব যেদিকে হেটে যায়, তালা খোলে যায়’।
১৮টি মামলা নিয়ে তালেব পলাতক ছিলেন। সম্প্রতি শায়েস্তাগঞ্জ উপজেলায় চেতনানাশক ছিটিয়ে বেশ কয়েকটি বাড়িতে চুরি হলে তার নাম ফের আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে আসে।