ডিবির হাতে গ্রেপ্তার জিকে গউছ দুইদিনের রিমান্ডে

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে গোয়েন্দা পুলিশের হাতে আটক হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে হত্যা ষড়যন্ত্রের মামলায় গতকাল তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে জিকে গউছকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে বিচারক মামুনুর রশীদ দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির উপ পরিদর্শক (এসআই) আফতাবুল ইসলাম।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে আটক করে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে হবিগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান।
জিকে গউছের ভাই জিকে গফফার বলেন, “হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের মামলায় গত মঙ্গলবার উচ্চ আদালত থেকে জামিন পান জিকে গউছ। আদালত থেকে গুলশানের বাসায় ফেরার পথে তাঁকে আটক করে ডিবির কার্যালয়ে নেওয়া হয়।”
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে হত্যা ষড়যন্ত্রের মামলায় অভিযোগ করা হয়, জিকে গউছ আওয়ামী লীগের এই দুই নেতাকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *