স্টাফ রিপোর্টার ॥ মাদক মামলায় ২০১৫ সালে এক বছরের সাজার আদেশপ্রাপ্ত হন খোকন মিয়া (৪৫)। এই সাজা এড়াতে ফকিরের ছদ্মবেশে বিভিন্ন মাজারে ঘুরে বেড়িয়েছেন দীর্ঘ আট বছর। তবে শেষ রক্ষা হয়নি খোকনের; সাজার আদেশের আট বছর পর তাঁকে গ্রেপ্তার করল চুনারুঘাট থানা পুলিশ।
গত শুক্রবার রাত ৩টায় চুনারুঘাটের উত্তর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান। গ্রেপ্তার খোকন সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন রেলস্টেশন কলোনি টেকনিক্যাল রোড এলাকার মৃত নুরুল ইসলাম ওরফে নাঈম মিয়ার ছেলে।
ওসি রাশেদুল হক জানান, অপরাধ দমনে বিভিন্ন স্থানে চেক পোস্ট ও পাহাড়া বসানো হয়েছে। গভীর রাতে অপরিচিত লোক দেখলে জিজ্ঞাসাবাদ করা হয়। এই কার্যক্রম চলার সময় মুড়ারবন্দ মাজার থেকে চুনারুঘাট শহরে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে আসছিলেন খোকন। এ সময় কথাবার্তায় সন্দেহ হলে তাঁকে আটক করে জানা যায় সে আদালত থেকে সাজার আদেশপ্রাপ্ত আসামী।
ওসি আরও জানান, ২০১৫ সালে ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া এলাকায় মাদক পাচারকালে খোকনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিছু দিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে সে আত্মগোপনে চলে যায়। পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে ব্রাহ্মনবাড়িয়া আদালতে অভিযোগপত্র দিলে আদালত আসামি খোকনকে দোষী সাব্যস্থ্য করে এক বছরের কারাদন্ডাদেশ দেন। এরপর থেকেই খোকন ফকিরের ছদ্মবেশে মাজারে মাজারে ঘুরছিলেন।