রক্তের বন্ধন সমাজকল্যাণ সংস্থার বৃক্ষরোপন

শেষ পাতা

সৌন্দর্য্য বর্ধন ও সবুজায়নের লক্ষ্যে হবিগঞ্জ শহরের রাজনগর পৌর কবরস্থানে ৯ প্রজাতির দেশি-বিদেশী বৃক্ষজাতীয় ফুল গাছের চারা রোপন করা হয়েছে। রক্তের বন্ধন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিদেশী ফুল গাছগুলোর মধ্যে রয়েছেÑ জাকারান্ডা, ক্যাশিয়া জাভানিকা, মিলিশিয়া, নাগলিঙ্গম, দেশি ফুলের মধ্যে শিমুল, পলাশ, হিজল, জারুল ও ছাতিম। সংস্থাটির আশাবাদ ফুল গাছগুল সারাবছর বাহারি রঙের ফুলের মাধ্যমে কবরস্থানের পরিবেশ রাঙ্গিয়ে রাখবে।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত সামাজিক সংঠন রক্তের বন্ধন সমাজকল্যাণ সংস্থাটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোক্তা আজিজুল বারী চৌধুরী শাহী বলেন, দেশি ফুলগাছের পাশাপাশি আমরা বিদেশি কিছু বাহারি রঙের দুর্লভ গাছ লাগিয়েছি; যা আমাদের দেশে খুব একটা নেই, আশা করছি গাছগুলো বেঁচে থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত তার বর্ণে গন্ধে হবিগঞ্জের মানুষের মনে মুগ্ধতা ছড়াবে।
এ সময় সংস্থাটির সদস্যদের সাথে উপস্থিত ছিলেন সভাপতি ডঃ রাজীব দাস, সাধারণ সম্পাদক আব্দুল মোহিত মিশু, পাভেল আহমেদ চৌধুরী প্রমুখ।
হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহমেদ টিটু উপস্থিত থেকে গাছ লাগানোর জন্য জায়গা নির্ধারণ করে দেন এবং আশ্বস্ত করেন গাছগুলোর রক্ষণাবেক্ষন ও পরিচর্যার দায়িত্ব নিবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *