স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় দশ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০টি চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গতকাল উপজেলার রত্না ব্রীজ থেকে মন্দরী গ্রাম পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান এ অভিযান পরিচালনা করেছেন।
বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন জানান, দেশীয় মাছ রক্ষার উদ্দেশ্যে রত্না ব্রীজ থেকে মন্দরী গ্রাম পর্যন্ত নদীতে অভিযান করা হয়। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০টি চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়েছে।
পরে রাত ৮টার দিকে জালগুলো উপজেলা পরিষদ মাঠে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়। বানিয়াচং থানার একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।