সভায় অনুপস্থিত থেকে পদ হারানোর পথে কাউন্সিলর

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর পরিষদের ৭টি মাসিক সভায় লাগাতার অনুপস্থিত থাকার ফলে পদ হারাতে বসেছেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পান্না কুমার শীল।
পৌরসভার আগস্ট মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী কাউন্সিলরের অনুপস্থিতির তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ ওয়ার্ডে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয় কাউন্সিলর মোঃ জাহিরউদ্দিনের উপর।
গতকাল রাতে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম খোয়াইকে এ তথ্য নিশ্চিত করেন।
পৌরসভার পক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানো পত্রে বলা হয়েছে, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পান্না কুমার শীল গত ফেব্রুয়ারী থেকে আগষ্ট মাস পর্যন্ত টানা ৭টি মাসিক সভায় অনুপস্থিত ছিলেন। তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করা হলেও তিনি সভায় উপস্থিত হননি। স্থানীয় সরকার আইন অনুযায়ী নোটিশ পাওয়ার পরও কাউন্সিলর যুক্তিসঙ্গত কারত ব্যতীত পর পর পরিষদের ৩ টি সভায় অনুপস্থিত থাকলে পদ হতে অপসারণযোগ্য হবেন।
পত্রে আরো উল্লেখ করা হয়, অনুপস্থিতির কারণে ৩নং ওয়ার্ডের নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য পার্শ্ববর্তী ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহির উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *