ব্রাহ্মণবাড়িয়ার ডাকাতদলে হবিগঞ্জের চার সদস্য

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে হবিগঞ্জের চারজনসহ আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গত শনিবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাঁদের আটক করা হয় বলে র‌্যাব জানায়।
আটকরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মৃত উসমান উল্লাহ ছেলে ছাবিদুল মিয়া (৩৫), একই এলাকার আব্দুল হাসিমের ছেলে মোঃ রুবেল মিয়া (৩০), লাখাই উপজেলার স্বজনগ্রামের শহিদউল্লাহ ছেলে মোস্তফা বাবু (৩০) ও বানিয়াচং উপজেলার আদমখানি গ্রামে শামা মিয়ার ছেলে মোঃ সাইফুল (৪২), ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিজয়নগর কৈচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রাষ্টু মিয়া (২৫), বাগদিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোঃ চুনু মিয়া (২৫), বাবুল মিয়া (৩৭) ও সোনামুড়া গ্রামের সামছ উদ্দিন চৌধুরী ছেলে এবং সুমন মিয়া (৩৫)।
র‌্যাব-৯ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাম্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মাগুরা এলাকায় অভিযান করা হয়। এ সময় ডাকাত দলের সর্দারসহ ৮জনকে আটক করা হয়।
তাঁদের নিকট থেকে ২টি রামদা, ১টি চাকু, ১টি লোহার পাত, ৩টি পাঞ্জা, ৮টি মোবাইল ফোন ও নগদ টাকা ৯ হাজার ৮০২ টাকা জব্দ করা হয়। তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *