শায়েস্তাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি

প্রথম পাতা

নিজস্ব প্রতিনিধি ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ হওয়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় গতকাল বুধবার খুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপণ জারি করেছে।
এদিকে, শায়েস্তাগঞ্জ উপজেলায় গত ৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলতে থাকে।
গতকাল বুধবার উপজেলার শাহজীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা সব প্রাণবন্ত, মনযোগ দিয়ে সবাই শিক্ষা গ্রহণ করছে। গতকাল বিদ্যালয়টিতে পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী উপস্থিতির হার ৮০ শতাংশ, চতুর্থ শ্রেণিতে ৯০ শতাংশ, তৃতীয় শ্রেণিতে ৮০ শতাংশ এবং প্রাক প্রাথমিকে শতকরা ৭০ শতাংশ উপস্থিত ছিল।
এ প্রাথমিক বিদ্যালয়ে ৮ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। বর্তমানে কোন শূন্যপদ নেই। সারাদেশে চলমান আন্দোলনের কোন প্রভাবও এ স্কুলে পড়েনি। স্বাভাবিক গতিতে চলছে কার্যক্রম।
বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা গৌরি রাণী গোপ বলেন, ‘বাচ্চারা নিয়মিত ক্লাস করছে, আমাদের এখানে কোন সমস্যা নেই, তবে দ্বিতীয় শ্রেণির কক্ষ ছোট হওয়ায় পাঠদানে কিছুটা সমস্যা হচ্ছে।’ এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলায় দায়িত্বরত উপসহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজ মিয়া জানান, আইএসপিআরের নির্দেশনা অনুযায়ী আমাদের শায়েস্তাগঞ্জে গত ৬ আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রয়েছে। ১৫ আগস্ট কোন কর্মসূচি নেই, স্কুল চলবে স্বাভাবিক নিয়মে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *