হবিগঞ্জ শহরে টানা বর্ষণে জনচলাচলে ভোগান্তি

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ ভাদ্র মাসের শুরুতে দিনভর বৃষ্টিপাত। টানা কয়েক ঘণ্টার বর্ষণে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গতকাল সোমবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত বৃষ্টিপাত হয়। এই বৃষ্টি ও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন শহরবাসী।
রাতে হবিগঞ্জ সার্কিট হাউজ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সদর মডেল থানা, পুলিশ সুপারের (এসপি) বাস ভবন, জেলা প্রশাসকের (ডিসি) বাস ভবন এবং গণপূর্ত বিভাগের কার্যালয় এলাকা পানিতে থই থই করছিল।
এছাড়া যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। আর অসংখ্য দোকান এবং বাড়িঘরেও পানি ঢুকে যেতে দেখা গেছে।
শায়েস্তানগর এলাকার বাসিন্দা নূরুল হক কবির বলেন, অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি উঠে যায়। অনেক বাসাবাড়িতেও পানি। এ অবস্থা থেকে শহরবাসীকে মুক্তি দিতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি।
রাতে শায়েস্তানগর কাঁচা বাজারে আসা পুরান মুন্সেফীর সাইফুল ইসলাম বলেন, শায়েস্তানগর পয়েন্টে বৃষ্টি হলেই পানি ওঠে। আশপাশের রাস্তায় যেসব ময়লা ফেলে রাখে, বৃষ্টি হলে সেগুলো পানিতে ভাসে। এই পানি পায়ে লাগলে পরে চুলকায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *