স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তিন ‘দালাল’ সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে সেনাবাহিনীর একটি দল হাসপাতাল থেকে তাঁদের আটক করে।
তাঁরা হলেনÑ হবিগঞ্জ শহরে অনন্তপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক, নূর মিয়া ও কল্লোল দেব। সদর মডেল থানা পুলিশ তাঁদের ৫৪ ধারায় অর্থাৎ সন্দেহভাজন হিসেবে জেলা কারাগারে পাঠিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম খোয়াইকে বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী হাসপাতাল থেকে তিনজনকে আটকের পর পুলিশে সোপর্দ করে। গতকাল বিকেলে ৫৪ ধারায় তাঁদের কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত প্রায় একযুগ ধরে দালালদের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে। দালালদের সিন্ডিকেট ভাঙতে তালিকা তৈরি করা হলেও তাঁদের নির্মুল করা সম্ভব হচ্ছে না। অভিযোগ রয়েছে, হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসেই দালাল চক্র সক্রিয় থাকছে।