চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে গতকাল শুক্রবার বিকালে একটি অজগর সাপ (পাইথন) অবমুক্ত করা হয়েছে। সাতছড়ি বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা এটি অবমুক্ত করেন।
একইদিন সকালে তাঁরা হলদিউড়া গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।
আব্দুল্লাহ আল আমিন জানান, সাপটির বয়স আনুমানিক ৪ বছর, দৈর্ঘ্য আনুমানিক ১৫ ফিট, বার্মিজ প্রজাতির পাইথন এটি। এটি বাংলাদেশে বিপন্ন প্রজাতির পাইথন।
তিনি আরও জানান, গতকাল হলদিউড়া গ্রামে একটি বৃহৎ আকারের অজগর সাপ দেখা গিয়েছিল। লোকজন এটিকে মারার জন্য চেষ্টা করছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। বিকালে তিনি সাতছড়ি জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করেন।