ধানের বেপারী বিদ্যুতের লাইনে লেগে নিহত

শেষ পাতা

লাখাই প্রতিনিধি ॥ নৌকাযোগে যাওয়ার পথে বৈদ্যুতিক লাইনে লেগে এক ধানের বেপারী প্রাণ হারালেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে লাখাই উপজেলার কালিটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ৫৫ বছর বয়সী মোঃ জমসু মিয়া (৫৫) উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, জমসু মিয়া বুল্লা বাজার থেকে নৌকার চালায় বসে নোয়াগাঁওয়ের বাড়িতে ফিরছিলেন। সকাল ৯টার দিকে নৌকাটি উত্তর কালিটেক এলাকায় পৌঁছলে সুতাং নদীর উপরে টানানো ১১ কেভি বৈদ্যুতিক লাইন স্পর্শ করে তিনি পানিতে পড়ে যান।
পরে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিট খোঁজাখুজির পর পানির তলদেশ থেকে জমসু মিয়ার মরদেহ উদ্ধার করেছে।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা খোয়াইকে এ তথ্য নিশ্চিত করেন।
দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, জমসু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাঁর শরীরে পোড়ার চিহ্ন রয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর বুল্লা ইউনিয়নের ভাটিতে প্রায় দেড় হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে বলে পল্লী বিদ্যুৎ সমিতি লাখাইয়ের জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান অনুজ খোয়াইকে জানান। তিনি বলেন, ‘বর্ষাকালে নৌ পথে চলাচলকারীরা যদি সতর্কতা অবলম্বন করেন তাহলে এমন প্রাণহানীর ঘটনা ঘটবে না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *