খোয়াই নদীতে পানি কমায় রেল যোগাযোগ স্বাভাবিক

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বন্যার পানিতে রেলসেতু ডুবে গিয়ে সিলেটে অঞ্চলের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা একপ্রেস বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জ জংশনে আসে। পরে সিলেট স্টেশনে পৌঁছায় সন্ধ্যা ৭টায়।
রাতে শায়েস্তাগঞ্জ জংশনে কর্মরত স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ খোয়াইকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এখন থেকে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রেল পথে ৬টি ট্রেন আগের নিয়মেই চলাচল করবে। রেলপথের কোথাও বন্যায় বড়রকম ক্ষতি না হওয়ায় পানি নেমে যাওয়ার পরপরই ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।’
এর আগে কয়েকদিনের ভারী বর্ষণের প্রভাবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এবং শায়েস্তাগঞ্জের পুরান বাজারে অবস্থিত রেলওয়ে সেতুটি প্রায় তলিয়ে যায়। ফলে গত বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *