স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা স্থগিত ঘোষণা করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। শোভাযাত্রায় যে অর্থ ব্যয় হওয়ার কথা তা দিয়ে বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নীরু গতকাল শনিবার রাতে খোয়াইকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দেশে আকস্মিক বন্যা পরিস্থিতি বিবেচনায় পূজা উদযাপন পরিষদ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শোভাযাত্রা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। কারণÑ বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো অমাদের জন্য গুরুত্বপূর্ণ। বানবাসী মানুষদের জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করতে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।’ এদিকে, শোভাযাত্রা স্থগিত করে সনাতন ধর্মাবলম্বীদের এভাবে মানুষের পাশে দাঁড়ানোর ঘটনা জেলাজুড়ে প্রশংসিত হচ্ছে। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন।