স্টাফ রিপোর্টার ॥ ২০০৬ সালে হবিগঞ্জ পৌরসভার অডিটোরিয়াম আধুনিকায়নের পর এর নামকরণ করা হয়েছিল বিএনপি সরকারের প্রাক্তণ অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে। পরে আওয়ামী লীগের কিছু লোক সাইনবোর্ড থেকে তাঁর নাম মুছে দেয়।
সাইন বোর্ডে লেখা ‘এম সাইফুর রহমান টাউন হল’ থেকে সামনের দিকের এম সাইফুর রহমান মুছে দিয়ে শুধু ‘টাউন হল’ শব্দ দু’টি রাখা হয়।
সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ক্ষমতার পালাবদল হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ দিন পর টাউন হলে এম সাইফুর রহমানের নাম প্রতিস্থাপন করা হয়েছে।
গতকাল সোমবার হবিগঞ্জ পৌর কাউন্সিলর ও জেলা যুবদলের সদস্য সচিব সফিফুর রহমান সিতুর নেতৃত্বে তাঁর নাম প্রতিস্থাপন করা হয়।
জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে ভবনটির আধুনিকায়ন করা হয়। পৌরসভার তৎকালীন মেয়র বর্তমানে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এম সাইফুর রহমানের মাধ্যমে এ কাজ করেন। তখন এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়েছিল।
২০১৫ সালে জিকে গউছকে শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়; আওয়ামী লীগ তখন ক্ষমতায়। সেই সময় সরকার দলীয় কিছু লোক সাইনবোর্ড থেকে সাইফুর রহমানের নাম মুছে দিয়েছিলেন।