করোনা বিপর্যয়ে সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়াবহভাবে। এ সমস্ত ক্ষতি কি করে পূরণ হবে এবং আগামী দিনগুলোতে কিভাবে সবাই চলবে তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দিন দিন বাড়ছে। অনেকেরই একেবারে সবকিছু ধ্বংস হয়ে গেছে। তারা কি করে উঠে দাঁড়াবে তা কেউ জানে না। এ সবকিছুর মধ্যে আমাদের শিক্ষার্থীদের অবস্থা অনেক খারাপ। একদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অন্যদিকে ঘরে থাকতে থাকতে তাদের মন-মানসিকতায় অনেক পরিবর্তন হয়েছে। এগুলো নিয়ে আমাদেরকে খুব গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। শিক্ষা জীবন যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা কতটুকু এবং কিভাবে পূরণ করা যাবে তা কেউ বলতে পারে না। এইচএসসি এবং অন্যান্য পরীক্ষার কি হবে পরবর্তী পর্যায়ে কিভাবে নেয়া যাবে তা নিয়ে সুনির্দিষ্ট এবং সময়োপযোগী পদ্ধতি অবশ্যই বের করতে হবে। তাছাড়া অন্যান্য শিক্ষার্থীদের বিষয়ও কি করা হবে তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও অনেক জায়গায় অনলাইন ক্লাশ চালু করা হয়েছে তা সব জায়গায় এবং বিস্তৃতভাবে চালু করা সম্ভব হয়নি এবং তা হবেও না। অনলাইন ক্লাশ নিয়ে উন্নত বিশ্বসহ প্রায় সব জায়গাতেই বিতর্ক রয়েছে। সব মিলিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এনিয়ে আমাদের শিক্ষা বিষয়ে অভিজ্ঞদের সরকারকে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া উচিত; যা সহজেই বাস্তবায়ন করা সম্ভব। এ প্রসঙ্গে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ক্লাশগুলো কয়েক ধাপে চালু করা যায় কি না, তাও ভেবে দেখা যেতে পারে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আশা করবো খুব তাড়াতাড়ি এবং বছর শেষ হওয়ার আগেই যেন কর্তৃপক্ষ এ ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারেন। যাতে করে আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবন নষ্ট না হয়।