স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের এনেস্থেসিওলজিস্ট ডাঃ মোল্লা আবিদুর রেজাকে মারপিট মামলার আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন আসামী। বিচারক তার আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন। কারাগারে যাওয়া মঈনুল ইসলাম (৪০) হবিগঞ্জ সদর উপজেলায় রিচি গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
এর আগে ২০ আগস্ট সকাল ১১টায় সদর হাসপাতালের এনেস্থেসিওলজিস্ট ডাঃ মোল্লা আবিদুর রেজাকে মারপিটের ঘটনা ঘটে। এনিয়ে হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামলে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে তাদের শান্ত করে। সিসিটিভি ক্যামেরায় চিকিৎসকের গায়ে হাত তোলার দৃশ্য ধারণ হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, সকাল ১১টায় জরুরী বিভাগে চিকিৎসকের কক্ষে ১৫/২০ জন রোগী অপেক্ষমান ছিলেন। ডাঃ মোল্লা আবিদুর রেজা তাদের চিকিৎসা দিচ্ছিলেন। হঠাৎ আক্রমণকারী মঈনুল ইসলাম এগিয়ে এসে কিছু একটা বলেই চিকিৎসককে রক্তচাপ মাপার যন্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মারপিটের কিছুক্ষণ আগে আক্রমণকারী যুবক তার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক একটি ইঞ্জেকশন পুশ করতে বলেন। তখন ওই যুবক ইঞ্জেকশন পুশ করতে অনিহা জানালে দুজনে তর্কাতর্কি হয়েছিল। এরই সূত্র ধরে মঈনুল ইসলাম চিকিৎসকের উপর হামলা চালায়। পরে ঘটনার শিকার চিকিৎসক কয়েকজনের বিরুদ্ধে সদর মডেল থানায় সরকারিকাজে বাঁধা ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করেন।