শায়েস্তাগঞ্জে তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ

শেষ পাতা

শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে শায়েস্তাগঞ্জ উপজেলায় জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার দাউদ নগর সাহেব বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেষ্ঠ্য সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে জুলাই-আগস্ট মাসে শোষণ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শহিদ বীর ছাত্রজনতার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় লেজুরবৃত্তিক অপরাজনীতি থেকে বেরিয়ে এসে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক প্রতিষ্ঠায় মায়েদের ভূমিকা রাখতে হবে। তবেই শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সৈয়দ আখলাক উদ্দিন মনসুর। তিনি যৌতুক প্রথার কুফল সম্পর্কে সচেতন হতে নারীদের প্রতি বিশেষ অনুরোধ জানান। জেলা তথ্য অফিসের উপ পরিচালক মোঃ আসাদুজ্জামান কাউছার সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন।
তিনি পরিবার থেকে নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতাবৃদ্ধিমূলক শিক্ষা প্রদানে মায়েদের প্রতি অনুরোধ করেন। তিনি বলেন, নারী বিষয়ক যে কোন অপরাধ থেকে নারীকে দ্রুত রক্ষার জন্য সরকার ১০৯০, ৩৩৩ ও ৯৯৯ মোবাইল সেবা চালু করেছে। যৌতুকের অভিশাপ থেকে নারীর পরিবারকে মুক্তি দিতে হবে। এক্ষেত্রে মাঠ পর্যায়ের নারী উদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আগামীর পরিকল্পনায় অঞ্চলভিত্তিক আন্তঃব্যক্তিক যোগাযোগ কার্যক্রম, সোস্যাল মিডিয়া ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *