বানিয়াচংয়ে তিন শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন খানম, সহকারি শিক্ষক নানু মিয়া ও শিরিন আক্তারের অপসারণ চেয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ শুরু হয়।
আন্দোলনকারীদের দাবি, ওই তিন শিক্ষক ১৬ বছর ধরে নানা অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। এজন্য তাঁদের অপসারণ চেয়ে আন্দোলন শুরু হয়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রধান শিক্ষক ও দুই সহকারি শিক্ষকের অপসারণ চেয়ে নানা শ্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছে। তখন বিদ্যালয় কর্তৃপক্ষ ফটক বন্ধ করে দেয়। পরে বিক্ষোভে শিক্ষার্থীর পরিমাণ বাড়তে থাকলে বাধ্য হয়ে গেট খুলে দেওয়া হয়।
পরে মিছিল নিয়ে ভিতরে প্রবেশ করে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তখন অভিযুক্ত শিক্ষকদের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের আরেকটি দল পাল্টা শ্লোগান দেয়। ফলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে মেজর আব্দুল মালেকের নেতৃত্বে একদল সেনা সদস্য সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এলাকার পঞ্চায়েত ব্যক্তিবর্গ, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারূফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনসহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন।
এ পরিস্থিতিতে প্রথমে বিদ্যালয়ে ও পরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিসহ বৈঠক বসলেও কোন সিদ্ধান্ত হয়নি।
যোগাযোগ করা হলে আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান খোয়াইকে জানান, অভিযোগ খতিয়ে দেখে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষকরা শ্রেণিকক্ষে যাবেন কি না তা মঙ্গলবারের (আজ) মধ্যে জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *