সিএনজিচালক হত্যাকারীর গ্রেপ্তার চেয়ে মহাসড়ক অবরোধ

শেষ পাতা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সঈদপুর বাজারে সিএনজি অটোরিকশা চালক হাফিজুর রহমানকে (৪২) হত্যাকারীর গ্রেপ্তার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় সৈয়দপুর বাজারে প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় পরিবহন শ্রমিকরা।
আন্দোলন চলাকালে মহাসড়কের দুদিকে শতশত যানবাহন আটকে থাকে। পরে শ্রমিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয়রা জানান, গত ২৫ আগস্ট সৈয়দপুর বাজারে অটোরিকশায় যাত্রী তোলা নিয়ে চালক হাফিজুর ও শিপনের মধ্যে ঝগড়া হয়। তখন হাফিজুরের গলায় উপর্যুপুরী ছুরিকাঘাত করেন শিপন।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে হাফিজুরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরদিন তাঁকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ আগস্ট হাফিজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় হত্যা মামলা রুজু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *