স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় স্টার পোরসেলিন কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পাওয়ার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। গতকাল বুধবার দুপুর দেড়টা থেকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় এ শিল্প প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ করা হয়।
আন্দোলনকারী কয়েকশ’ শ্রমিক কারখানার প্রধান ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে জড়ো হয়ে শ্লোগান দেন। ফলে উভয়দিকে ঢাকা ও সিলেটগামী পাঁচ/ছয়শ’ যানবাহন আটকা পড়ে। কারখানা কর্তৃপক্ষ ও মাধবপুর উপজেলা প্রশাসন আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দিয়ে আলোচনার আহবান জানালেও তাঁরা তাঁদের দাবিতে অনঢ় থাকে। পরে অবশ্য আন্দোলন প্রত্যাহার করেছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম ফয়সাল বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে আলোচনার পরিপ্রেক্ষিতে বিকাল সাড়ে ৪টায় আন্দোলন প্রত্যাহার হয়। আজ বৃহস্পতিবার মালিকপক্ষ বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছেন।