ঢাকা-সিলেট মহাসড়ক সাড়ে তিন ঘন্টা অবরোধ

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় স্টার পোরসেলিন কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পাওয়ার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। গতকাল বুধবার দুপুর দেড়টা থেকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় এ শিল্প প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ করা হয়।
আন্দোলনকারী কয়েকশ’ শ্রমিক কারখানার প্রধান ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে জড়ো হয়ে শ্লোগান দেন। ফলে উভয়দিকে ঢাকা ও সিলেটগামী পাঁচ/ছয়শ’ যানবাহন আটকা পড়ে। কারখানা কর্তৃপক্ষ ও মাধবপুর উপজেলা প্রশাসন আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দিয়ে আলোচনার আহবান জানালেও তাঁরা তাঁদের দাবিতে অনঢ় থাকে। পরে অবশ্য আন্দোলন প্রত্যাহার করেছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম ফয়সাল বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে আলোচনার পরিপ্রেক্ষিতে বিকাল সাড়ে ৪টায় আন্দোলন প্রত্যাহার হয়। আজ বৃহস্পতিবার মালিকপক্ষ বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *