বানিয়াচংয়ে মসজিদে কিয়াম কেন্দ্রিক বিরোধ নিস্পত্তি

প্রথম পাতা

শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে মক্রমপুর গ্রামের শাহী জামে মসজিদে কিয়াম করাকে কেন্দ্র করে দুই পক্ষের সৃষ্ট সংঘর্ষের বিরোধ নিস্পত্তি করা হয়েছে। গতকাল শনিবার ১১ নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন কার্যালয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় মিলাদ মাহফিল ও কিয়াম জুমআর নামাজের পরে হবে। যারা কিয়াম করবেন না তারা নামাজ পড়ে যথারীতি প্রস্থান করবেন। এতে করে উভয় পক্ষ কোন ঝামেলায় জড়াবে না মর্মে অঙ্গিকার করেন। সেই সাথে যাদের বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে তাদের কাছে ক্ষমা চেয়েছে অপরাধীরা। সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির রেজা, সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মুর্শেদ, স্থানীয় আলেম-উলামা, ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন দৈনিক খোয়াইকে জানান, উভয় পক্ষের নেতৃবৃন্দ আর কোন ঝামেলায় জড়াবেন না মর্মে সালিশ বৈঠকে অঙ্গিকার করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার জুমআর নামাজের আগে মিলাদ মাহফিল ও কিয়াম পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দশজন আহত হন। এ ঘটনা জানাজানি হলে বানিয়াচংয়ের আলেম-উলামাসহ ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে সালিশ বৈঠকে সৃষ্ট বিরোধটি নিরসন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *